সময়কণ্ঠ – somoykontho
ঘরের গাছেই কমে যাচ্ছে ওয়াইফাইয়ের গতি
ঘরের পরিবেশ সুন্দর রাখতে ইনডোর প্ল্যান্ট এখন অনেকের পছন্দ। তবে সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, এসব গাছ ওয়াইফাই নেটওয়ার্কের গতি কমিয়ে দিতে পারে।
ব্রডব্যান্ড জিনির গবেষণায় দেখা গেছে, গাছের ভেজা মাটি ও মোটা পাতা ওয়াইফাই সিগন্যাল শোষণ বা প্রতিফলিত করে, ফলে ইন্টারনেট ধীর হয়ে যায়। রাউটারকে গাছ থেকে সরালে গতি এক-তৃতীয়াংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ:
রাউটার গাছ থেকে দূরে রাখতে হবে।
ঘরের মাঝখানে ও উঁচু জায়গায় রাখা উত্তম।
দেয়াল, ছাদ বা পাশের ওয়াইফাই নেটওয়ার্কও গতিতে প্রভাব ফেলে।
👉 শুধু সঠিকভাবে রাউটার বসালেই নেট স্পিডে বড় উন্নতি আনা সম্ভব।
মন্তব্য করুন