সময়কণ্ঠ – SomoyKontho
হঠাৎ মৃত্যু: জবি ছাত্রদল নেতা হাসিবুর রহমান আর নেই
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান (২০১৬-১৭ সেশন, ভূগোল ও পরিবেশ বিভাগ) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাস সংলগ্ন হোটেলে খাবার খাওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা পৌঁছানোর আগেই তাকে মৃত ঘোষণা করেন।
হাসিবুর রহমানের গ্রামের বাড়ি ভোলা। তার মৃত্যুতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন ফেসবুকে লিখেছেন— “চোখের সামনে চলে গেলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
এদিকে শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলামও শোক প্রকাশ করে মরহুমের জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
মন্তব্য করুন