কক্সবাজারে শিবিরের আয়োজন ছাত্রদলের নামে প্রচার,
আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে মঙ্গলবার (৭ অক্টোবর) কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবির আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে অতিথি ছিলেন জেলা শিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ আইয়ুব আনসারী।
শিবিরের ফেসবুক পেজে বিকাল আড়াইটায় অনুষ্ঠানটির ছবি প্রচার করা হলেও, অল্প সময়ের মধ্যেই ছাত্রদলের কেন্দ্রীয় ফেসবুক পেজ থেকে একই ছবি নিজেদের কর্মসূচি হিসেবে প্রকাশ করা হয়।
জানা গেছে, শিবিরের আয়োজনের শেষাংশে কয়েকজন ছাত্রদলকর্মী যুক্ত হয়ে মোনাজাতে অংশ নেন। এরপর ছাত্রদল নিজেদের আয়োজন বলে ছবি পোস্ট করে দাবি করে—“আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীতে কক্সবাজার পলিটেকনিক ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।”
এ ঘটনায় জেলা শিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ আইয়ুব আনসারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “অনুষ্ঠান সম্পূর্ণভাবে ছাত্রশিবিরের আয়োজন। শেষ দিকে ছাত্রদলের কয়েকজন যুক্ত হলেও এটিকে তাদের নামে প্রচার করা মিথ্যা প্রোপাগান্ডা।
মন্তব্য করুন