📰 সময়কণ্ঠ – SomoyKontho
📅 বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ | ২৩ রবিউস সানি ১৪৪৭ হিজরি
—
“পিআর-টিআর বাদ দিয়ে নির্বাচন হোক, জনগণ সিদ্ধান্ত নেবে” — মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক | ঠাকুরগাঁও প্রতিনিধি
সংখ্যানুপাতিক ভোট বা পিআর পদ্ধতির নির্বাচন জনগণ বোঝে না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ভোট হবে এক ব্যক্তি এক ভোট — যেটা মানুষ বোঝে, সেটাই হতে হবে।”
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁওয়ে বিএনপির এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “কয়েকটা দল পিআর নিয়ে চিৎকার করছে। পিআর বোঝে না কেউ। যা মানুষ বোঝে না তা কেন হবে? পিআর-টিআর বাদ দিয়ে নির্বাচন হোক, জনগণ সিদ্ধান্ত নেবে।”
অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গে তিনি বলেন, “মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দুর্বল। সবাই তাঁকে ব্যস্ত করে রেখেছে যেন নির্বাচন করতে না পারেন। কিন্তু জনগণ এখন নির্বাচন চায়। কোনো আপস নয়, এবার জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”
তিনি আরও বলেন, “আমরা আর সংঘাত চাই না, কাউকে প্রাণ দিতে হবে না। রাজধানীতে যাওয়া যায় না, আন্দোলন চলছে — এবার চাই গণতান্ত্রিক সমাধান।”
বিএনপির এই মহাসচিবের বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও সংহতির বার্তা দেখা যায়।
মন্তব্য করুন